মো. নুরুল করিম আরমান, লামা:
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লিন প্রকল্পের সমন্বয়ে স্বাস্থ্য বিধি মেনে সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল এ দুইদিন লিন প্রকল্পের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় পাড়া পর্যায়ে মাইকিং ও মসজিদের ইমামদের বয়ানের মাধ্যমে পুষ্টি বার্তা পৌঁছানো হয়। এছাড়া গত এক সপ্তাহে ৮০টির বেশি গুরুত্বপূর্ণ পাড়ায় বৈঠকের মাধ্যমে গর্ভবর্তী মা, দুগ্ধ প্রদানকারী মা ও কিশোরী দলে ১০টি বার্তা প্রদান করেন লিন প্রকল্পের সদস্যরা। একই সময় ওইসব উপকারভোগী মা ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয় বলেও জানান লিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেটৈংয়ই।