মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম :

সাতকানিয়ায় বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮টি মামলায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম।
পৌরসভার, ডলু ব্রিজ , জুমা মসজিদ, দিঘীরপাড় ও উপজেলার কেরানীহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত সোমবার দুপুরে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ১৫ টি মামলায় ৯ হাজার ৬শ টাকা ও মঙ্গলবার দুপুরে কেরানীহাটে দ্রব্য মূল্য তালিকা টাঙিয়ে না রাখায় কর্ণফুলী মার্কেটে ৯টি মুদির দোকানকে ২৭ হাজার টাকা, নিউ মার্কেটে মাস্ক না পরায় ১৭ টি মামলায় ৯ হাজার ৭শ টাকা ও চড়া দামে তরমুজ বিক্রি করায় পাঁচটি ফলের আড়তের মালিকের কাছ থেকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে।