টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে আটক করা হয়েছে। এ সময় ২ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ওই নারীর বাড়িতে থেকে আটক করা হয় তাকে। আনোয়ারা বেগম টেকনাফ সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মো. জামালের স্ত্রী।

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান জানিয়েছেন, টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই নারীকে হাতেনাতে দুই হাজার ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১৩ হাজার টাকাসহ আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।