সিবিএন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেছেন সরকারিভাবে স্বীকৃত কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা।

সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় যান হাইআতুল উলয়ার প্রতিনিধি দল। রাত পৌনে ১১টার দিকে মন্ত্রীর বাসা থেকে বের হয়ে আসেন আল-হাইআতুল উলয়া প্রতিনিধিরা। তবে বৈঠকের বিষয়ে কোন মন্তব্য করতেও রাজি হননি তারা।

জানা গেছে, ২৫ এপ্রিল আল-হাইআতুল উলয়ার সভার অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।

সেজন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের গঠন করা হয়। তারা হলেন, মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী, মুফতি জসীমুদ্দীন।

মুফতি রুহুল আমীনের প্রেস সচিব মোহাম্মাদ তাসনীম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।