ইমাম খাইর, সিবিএনঃ
করোনাকালে স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক পরিধান না করায় চারজন তরমুজ ব্যবসায়িসহ ১২ ব্যক্তিকে ১,৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর ও সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

এ সময় জেলা পুলিশের একদল সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, করোনার প্রভাব দিনদিন বাড়ছে। এ সম্পর্কে জনগণকে সতর্ক করা হচ্ছে। করোনার বিস্তৃতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। চলছে লকডাউন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অমান্য করার কারণে সোমবার সকালে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১২ জনকে ১,৮৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনসচেতনতায় অভিযান অব্যাহত থাকবে।