মো: আরাফাত সানী, টেকনাফ:

কক্সবাজারে টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২১ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(রবিরার) ২৫ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও একলাব যৌথ আয়োজনে,টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এর সভাপতিত্ব, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ প্রনয় রুদ্রের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একলাব এর ম্যানেজার জিয়াউল হক।

অনুষ্ঠানে ম্যালেরিয়া রোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন,ডাঃ মোহাম্মদ এনাম,ডাব্লু এইচ ও প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার. সহকারি ডাক্তার,সেবিকা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে সভাপতি ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, ম্যালেরিয়া রোগের বিস্তারিত তথ্য উপাত্য উপস্থাপন করেন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল ও সচেতনতা অবলম্বন সংক্রান্ত বিষয়ে বিশেষ দভাবে আলোচনা করেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র‍্যালী বের করে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প সহকারি আব্দুর রউফ।