এফ এম সুমন , পেকুয়াঃ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৬টি গ্রামের তিন শতাধিক পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। তিনি  ২৪ এপ্রিল রাতে তার নিজস্ব অর্থায়নে মগনামা সোনালী বাজার আশ্রয়ণ ,বাইন্যাঘোনা দশ পরিবার আশ্রয়কেন্দ্র ,চেপ্টাখালী আশ্রয়ণ ,সৈজ্জার পাড়া, মিয়াজী পাড়ার একাংশসহ , সিকদার পাড়ার তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের কল্যাণে কাজ করার তিনি মানুষের দুর্ভোগের এইসময়ে যার যার অবস্থান থেকে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। ইফতার সামগ্রী পাওয়া এক বয়োবৃদ্ধ বলেন,আমরা আশ্রয়কেন্দ্রে বসবাস করি ঘরবাড়ি নাই এখন কাম কাজও বন্ধ আজ যে ইফতার সামগ্রী চেয়ারম্যান আমাদের দিয়েছেন তা দিয়ে কয়েকদিন চলবো। তিনি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। ইফতার সামগ্রী পাওয়া মানুষেরা লকডাউনের এসময়ে এসব ইফতার সামগ্রী তাদের বেশ উপকার হয়েছে বলে জানান।

উল্লেখ্য যে, করোনা মহামারি শুরুর পর থেকে গত এক বছর ধরে মগনামার প্রতিটি গ্রামের সকল অসহায়, কর্মহীন ও দরিদ্রদের মাঝে লাখ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম। তার এই ত্রাণ কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন।