বার্তা পরিবেশক:
কক্সবাজার সদ‌রের ইসলামাবা‌দ ইউছু‌পেরখীল গ্রা‌মে চলাচ‌লের শতবর্ষী রাস্তা (ঈদগাঁও মৌজা`র সীট নং ২, দাগ নং ১৭৫৩ এর ‌গোপাট) বেদখল‌কে কেন্দ্র ক‌রে রক্তক্ষয়ী সংঘ‌র্ষের আশংকা দেখা দিয়েছে।
সামা‌জিকভা‌বে স্থানীয় সা‌র্ভেয়া‌রের মাধ‌্যমে রাস্তার প‌রিমা‌প নির্ধারন করার প‌রেও ক্ষমতার দাপট দে‌খি‌য়ে এক‌টি পক্ষ পুর‌নো রাস্তা‌টির ঠিক মাঝখান বরাবর সীমানা প্রাচী‌রের পিলার নির্মাণ করার গুরুতর অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। জোরপূর্বক ক্ষমতার দাপট দে‌খি‌য়ে সরকা‌রি গোপাট বেদখল‌কে কেন্দ্র ক‌রে দুপ‌ক্ষের ম‌ধ্যে রক্তক্ষয়ী সংঘ‌র্ষের আশংকা র‌য়ে‌ছে।

উক্ত ঘটনার বিষ‌য়ে অপর এক‌টি পক্ষ সামা‌জিকভা‌বে মীমাংসার জ‌ন্যে বিগত ২০ এ‌প্রিল স্থানীয় ঈদগাঁও থানায় এবং ইউ‌পি চেয়ারম‌্যান বরাবর অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন। প‌রের‌দিন সকা‌লে অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে থানার পু‌লিশ সদ‌স্যের এক‌টি টিম এবং স্থানীয় ইউ‌পি চেয়ারম‌্যান নুর ছি‌দ্দিক ও ইউ‌পি সদস‌্য দিদারুল ইসলাম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন। তারা দু পক্ষ‌কেই কাজ না করার অনু‌রোধ ক‌রেন। কিন্তু মাওলানা এনামুল হক গংরা চেয়ারম‌্যান, মেম্বারের মীমাংসা সূচক কথা অমান‌্য ক‌রে পিলার নির্মাণ কাজ চলমান রে‌খে‌ছে।

এব‌্যপা‌রে স্থানীয় চেয়ারম‌্যান এবং মেম্বা‌র প্রতি‌বেদক‌কে জানান, সরকা‌রি গোপাট দখল করার অ‌ধিকার কা‌রোরই নেই, তবুও অ‌ভিযুক্তরা জোরপূর্বক রাস্তার(গোপা‌ট) ঠিক মাঝ বরাবর পিলার নির্মাণ কর‌ছে ! যা এক‌টি আইনত অপরাধ।
নাম প্রকাশ না করার শ‌র্তে অ‌ভিযুক্ত‌দের একজন প্রতি‌বেদক‌কে ব‌লে‌ছেন, তারা জ‌মির খ‌তিয়ান, দ‌লিল বরাবর প‌রিমাপ ক‌রে রাস্তার মাঝখা‌নে হোক সঠিক জায়গায় পিলার বসা‌চ্ছে, প্রতিপক্ষরা না মান‌লে উচ্চ আদাল‌তে যাবে দরকার হ‌লে। তবুও পিছপা হ‌বে না।
ক‌রোনাকালীন সম‌য়ে সরকা‌রি রাস্তা বেদখল‌কে কেন্দ্র ক‌রে রক্তক্ষয়ী সংঘ‌র্ষের আশংকা র‌য়ে‌ছে। সং‌শ্লিষ্ট উর্ধ্বতন প্রশাস‌নের কা‌ছে বি‌শেষ অনু‌রোধ, ‌বিষয়‌টি তদন্তপূর্বক সুষ্ঠু সমাধা‌নের ব‌্যবস্থা করার জ‌ন্যে।