বলরাম দাশ অনুপম : কক্সবাজার পৌর পূজা কমিটির উদ্যােগে গঠন করা হয়েছে করোনা আক্রান্ত ব্যক্তিদের মৃতদেহ সৎকার উপ-কমিটি। এই কমিটির আহবায়ক প্রিতম ধর ও সদস্য সচিব রনি দাশের নেতৃত্বে শুক্রবার সকালে কক্সবাজার কেন্দ্রীয় মহা-শ্মশানে দাহ করা হয়েছে করোনা পৌর পূজা কমিটির উদ্যােগে করোনা আক্রান্ত ব্যক্তির সৎকার সম্পন্ন আক্রান্ত হয়ে মারা যাওয়া সনাতনী এক ব্যক্তিকে।

জানা যায়, গত কয়েকদিন আগে মানবিকতার খাতিরে স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত সনাতনীদের মরদেহ দাহ করার জন্য একটি কমিটি করেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধর। এরপর নিজেরা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংগ্রহ করে কার্যক্রম শুরু করে। এজন্য পৌর পূজা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতনী সমাজের লোকজন। পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধর জানান, মানব সেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে পৌর পূজা কমিটি। এরই ধারাবাহিকতায় করোনা অাক্রান্তদের মৃতদেহ সৎকার করার এই উদ্যােগ।