ইমাম খাইর, সিবিএন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম (৩০) নামে রোহিঙ্গা নিহত হয়েছেন।

এ সময় ৮০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে বাইশফাঁড়ি সীমান্তের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহীম উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

বিজিবির দাবি, মোহাম্মদ ইব্রাহীম মাদক কারবারি।

কক্সবাজার ৩৪ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৮ নং পিলারের নিকটবর্তী  ঘুমধুমের বাইশফাঁড়ি আমবাগান এলাকা দিয়ে ইয়াবা ঢুকছে, এমন সংবাদে অবস্থান নেয় বিজিবি। রাত ১২ টার দিকে ৫/৬ জনের একটি দল বাংলাদেশে প্রবেশকালে চ্যালেঞ্জ করলে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করে ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশি করে একজনের মরদেহ, ৮০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি অস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।