সিবিএন ডেস্ক:
চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার রেফারি নগরের বদরপাতির বাসিন্দা নুর মোহাম্মদ লেদু ক্যান্সার আক্রান্ত হ‌য়ে চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে‌ছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ এপ্রিল) সাহরির আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি গত সিটি নির্বাচনে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড থেকে বিএনপির সমর্থনে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

নগর বিএনপির সাবেক দপ্তর সহ সম্পাদক ইদ্রিস আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সাহেরির আগে তিনি মারা যান। তার মৃত্যুতে নগর বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তবে তার জানাজার স্থান ও সময় এখনও নির্ধারণ হয়নি।

বদরপাতি আদি বাসিন্দা নুর মোহাম্মদ লেদু চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করতেন। গত বছর ও এ বছর করোনার কারণে বলি খেলা না হওয়ায় তাকে রেফারি হিসেবে লালদীঘির মাঠে দেখতে পায়নি দর্শক। – সিভয়েস