মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হালদা নদীতে ফের অভিযান পরিচারনা করে দুই হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা হতে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ সব জাল জব্দ করা হয়। চলতি এপ্রিল মাস থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। এ সময় নদীতে কঠোর ভাবে মনিটরিং শুরু করেন উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নদীতে টহল জোরদার করার ফলে মা-মাছ শিকারীরা কোনটাসা পড়েন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে।মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও তৎপর। নদীতে টহলকালে সাত্তারঘাট ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে এ সব জাল জব্দ করা হয়েছে।এছাড়াও হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটা ট্রাক্টর অকেজো করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।