এম.এ আজিজ রাসেল :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুলতান (৬৫) নামে এক রোহিঙ্গা শরণার্থী মৃত্যু হয়েছে।

রবিবার রাত আনুমানিক নয়টার সময় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি টেকনাফ (শালবন) রোহিঙ্গা ২৬ নম্বর ক্যাম্পে বি-৬ ব্লকের বাসিন্দা মৃত সিদ্দিকের পুত্র। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পু‌লিশ ব‌্যাটা‌লিয়নের অধিনায়ক এসপি মো: তারিকুল ইসলাম।

তিনি জানান, টেকনাফ (শালবন) রোহিঙ্গা ২৬ নম্বর ক্যাম্পে বি-৬ ব্লকের বাসিন্দা মৃত সিদ্দিকের পুত্র।শরনার্থী সুলতান (৬৫) পেটের টিউমারের চিকিৎসার জন্য প্রায় এক মাস পূর্বে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়।

উক্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ক‌রোনা (কো‌ভিড-১৯) ভাইরা‌সে আক্রান্ত হন।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার অনুমানিক
রাত নয়টার দিকে কর্তব‌্যরত মে‌ডি‌কেল অ‌ফিসার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

পরবর্তী‌তে‌ সোমবার দুপুরে দিকে তার মৃ‌তদেহ ক্যাম্পে নি‌য়ে আসা হয়।

স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাদ আসর মৃ‌তের দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।