বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক শ্রমিক। আহতরা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেকে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন- আহমদ রেজা প্রকাশ মিয়া খান (১৮), রনি হোসেন (২২), মো. শুভ (২৪), মো. রাহাত (২৪), মো. রায়হান (২৬)।

শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা নিহতের সংখ্যা ১২ জন দাবি করলেও; পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ৪জন।

বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ‘গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়,রমজানে মাসে ১ ঘন্টা কর্মঘণ্টা কমিয়ে আনা, নামাজের বিরতি ও সঠিক সময়ে বেতনের দাবিতে গতকাল থেকে ক্ষোভ সৃষ্টি হয় শ্রমিকদের মাঝে। নিয়ন্ত্রণকারী চায়না কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় আজ বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।