বলরাম দাশ অনুপম :
সারাদেশের ন্যায় কক্সবাজারেও উদযাপন করা হয়েছে সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজা। করোনা মহামারির মাঝে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় পূজা-অর্চ্চণার মধ্যে দিয়ে শহরের গোলদিঘীর পাড়স্থ ইঁন্দ্রসেন দুর্গাবাড়ি প্রাঙ্গনে এই ক্ষেত্রপাল পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানাদির
মধ্যে ছিল-পূজা, গাছ উত্তোলন, যজ্ঞ, পুষ্পাঞ্জলী নিবেদন, আরতি। এসময় পূজারীরা শারিরীক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করে এই সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল পূজায় অংশগ্রহণ করেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি
বিপুল সেন জানান, প্রতিবছর ঝাঁকজমকপূর্ণ পরিবেশে এই ক্ষেত্রপাল পূজা অনুষ্ঠিত হলেও এবার করোনার কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এই
পূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শহরের গোলদিঘীর পাড়স্থ ইঁন্দ্রসেন দুর্গাবাড়িতে বছরের প্রতিটা সময় জুড়ে হিন্দু সম্প্রদায়ের সকল ধরণের
পূজা-অর্চ্চণা অনুষ্ঠিত হয়। এরমধ্যে অন্যতম হলো সার্বজনীন শারদীয় দুর্গোৎসব, সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা, সার্বজনীন স্বরসতী পূজা,
শ্রীশ্রী মনসা পূজা, সার্বজনীন জগদ্বাত্রী পূজা।