আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপের দেশগুলোসহ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় স্থগিত করা হয়েছে জনসন এন্ড জনসনের করোনাভাইরাসের টিকা। টিকা নেয়ার পর রক্তে জমাট বাধার সমস্যা দেখা দেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।

ছয় নারীর শরীরে রক্ত জমাট বেধে জটিলতা দেখা দেয়ার পর এটি ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এ ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ৬৮ লাখ ডোজ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেওয়ার পর আরও চার জনের শরীরে রক্ত জমাট বেধে জটিলতা দেখা দেয়।

এছাড়া এই সপ্তাহে ইউরোপের দেশগুলোতে টিকাদান শুরু করেছিল জনসন। এরই মধ্যে তা স্থগিত করা হয়েছে।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায়ও একই সমস্যা দেখা দিয়েছিল। তবে টিকা প্রদানের হারে এই সংখ্যা অত্যন্ত নগন্য হওয়ায় বিভিন্ন দেশ স্থগিত করে আবার টিকাদান শুরু করে।