নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক হিসেবে সাখায়েত হোসেন বিশ্বাস’কে পদায়ন করা হয়েছে। ১২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। সাখায়েত হোসেন বিশ্বাস এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ঢাকা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়- নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫ টি শুন্যপদ পূরণে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চিঠি লিখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। ২০২০ সালের ১৯ মার্চ ও ২০২১ সালের ৩ মার্চ লেখা আলাদা দুটি চিঠির প্রেক্ষিতে শুন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

অভিভাবকদের কয়েকজন জানান- শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। বাকীপদপগুলোও দ্রুত পূরণ করার দাবী জানান তারা।

উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন- দীর্ঘসময় ধরে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েই চলছিল বিদ্যালয়টি। প্রধান শিক্ষক নিয়োগের পর বাকী শুন্যপদগুলোও পর্যায়ক্রমে পূরণ হবে। পার্বত্য জনপদে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছি আমরা। পিছিয়ে পড়া জনপদে শিক্ষার গুনগত মান উন্নয়ন করতে পারলেই সামগ্রিক উন্নয়ন সম্ভব। স্বপ্নের সোনার বাংলা গড়তে যোগ্য মানুষ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, রামুর কৃতি সন্তান মোমিনুর রশিদ আমিন’র প্রতি উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা। তিনি শিক্ষক স্বল্পতার বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করেছেন।