জাহেদ হাসান :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯শত ১০ পিস ইয়াবাস ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকষ টিম কক্সবাজার সদর মডেল থানাধীন ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে রামু ফতেখাঁরকুল ৯ ওয়ার্ডের মুসলিমপাড়ার মৃত ছুরত আলমের ছেলে মোঃ ছমির উদ্দিন কে ২ শত পিস ইয়াবাসহ আটক করে।

দিনব্যাপী অপর অভিযানে বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ঘটিকায় কলাতলী ডলফিন মোড় এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার সদরের ঝিলংজার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়ার কোনারপাড়ার আবু তাহেরের ছেলে সিরাজুল মোস্তফা কে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয় ।

এছাড়া বিকেল আনুমানিক ৬ টার দিকে কক্সবাজার সদরের পশ্চিম লারপাড়াস্থ মোঃ আজিজুল হকের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৬ শত পিস ইয়াবাসহ নুরুল আনোয়ারের ছেলে মোঃ আজিজুল হক কে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান,আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া ও উপ-পরিদর্শক নাসরিন পারভীন রুমি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক মামলা রুজু করেছে।