সিবিএন:

সম্প্রতি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত , কক্সবাজার সিটি কলেজের ছাত্র উখিয়া রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় মরহুম আহসান উল্লাহ (মিশেল) এর স্মৃতিকে ধরে রাখতে  সড়ক এর নামকরণ করা হয়েছে।

১১ এপ্রিল (রবিবার)  রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুর্ব তুতুরবিল এলাকার রাবার ড্রামের উত্তর পাশে খালকাঁচা পাড় হয়ে সাবেক উখিয়া উপজেলা ছাত্রলীগ নেত্রী তসলিমা আক্তার রোমানা’র বাড়ী  পর্যন্ত মরহুম আহসান উল্লাহ সড়ক ব্রিকসলিং দ্বারা উন্নয়নের অবকাঠামো রাস্তা শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর নুরুল কবির, অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক সোহেল বিএ, মহিলা নেত্রী তসলিমা আক্তার রোমানা, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, অধ্যাপক জিয়াউল হক হান্নান, সাবেক ছাত্রনেতা ওমর খান, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা তারেক হোসেন মানিক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা শ্রমিকলীগ নেতা ওয়াহিদুর রহমান সোহাগ সহ অসংখ্য স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ,   উখিয়ায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান উল্লাহ মিশেল (২০)  নিহত হয়। ১৯ জানুয়ারী মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলিয়া পালং গার্ডেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিশেল রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার জাফর আলমের পুত্র ও সাবেক ছাত্রলীগ নেত্রী তাসলিমা সুলতানা রোমানার ছোট ভাই ও সিটি কলেজের ছাত্র ।