মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
সাতকানিয়ায় লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। লকডাউন না মেনে দোকান খোলা রাখা, মাস্ক না পরে বাজারে ঘুরা‌ ফেরা করায় আজ মোট ১১ টি মামলায় ১২ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়া দেওয়ানহাট, আনুফকিরের দোকান ও কেরানীহাট এলাকায় ৫ম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়ন করতে মাননীয় জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা কঠোর অবস্থানে রয়েছি। লকডাউনের ৫ম দিনে গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযানে ১১টি মামলায় ১২ হাজার একশো টাকা জরিমানা করা হয়েছে। নির্দিষ্ট কাজ ছাড়া কেউ বের হলেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।