আবুল কালাম, চট্টগ্রাম :

বন্দরনগরী চট্টগ্রামের বড়পোল মোড়ে রাস্তার উপর উঁচু ম্যানহোলের সাথে ধাক্কা লেগে পণ্যবোঝাই ট্রাক উল্টে  তীব্র যানজট এর সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ডিউটিরত সার্জেন্ট আকরামের নেতৃত্বে ট্রাফিক পশ্চিম বিভাগ এর একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌছে এবং রেকারের সাহায্যে দ্রুত এ ট্রাক সরিয়ে নিয়ে যানবাহন চলাচলের উপযুক্ত করা হয়।
ডিউটিরত সার্জেন্ট আকরাম জানান,  ৪ টার দিকে একটি পন্য বোঝাই ট্রাক মোড় অতিক্রম করবার সময় রাস্তার মাঝেই উচু হয়ে থাকা ম্যানহোলে পন্য বোঝাই ট্রাকটি উল্টে পরে পাশে একটি কাভার্ড ভ্যানে আঘাত হানে। এর সাথে ড্রাইভার ও হেলপার পলাতক হয়ে যায়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান ,পোর্ট কানেকটিং রোড এর এই ম্যানহোলগুলো যানবাহন এর জন্য “মরণ কুপ” হয়ে দাড়িয়েছে, ঘটনাস্থলে এক ট্রাক ড্রাইভার এই ম্যানহোল গুলোর কারনে আমাদের  ভয়ে চলাচল করতে হয়।