শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জাহাঙ্গীর আলম টিকা গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন , কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ৫৮ জন কর্মকর্তা কর্মচারীকে কাভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়।

এছাড়াও প্রথম পর্যায়ের ভ্যাক্সিন নেন ১শ ২০ জন।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম বলেন,কর্মসূচির আওতায় কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে মোবাইল ফোনে এসএমএস পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে, এ পাশাপাশি প্রথম ডোজের টিকা দেওয়ার কর্মসূচি আগের মতোই এমনকি রমজান মাসেও অব্যাহত থাকবে।

এছাড়া বাধ্যতামূলক মাস্ক পরে আসতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।