আবুল কালাম, চট্টগ্রাম:
গণপরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

নগরীর অলংকার মোড়, একেখান মোড়, নয়াবাজার, দেওয়ান হাট, কাজির ডেউড়ি, নিউমার্কেট মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

অলংকার মোড়ে বাসচালক মাসুদ রানা বলেন, যান চলাচল স্বাভাবিক হলেও যাত্রী নেই গাড়িতে তাই ইনকামও কমে গেছে আগের থেকে অনেক কম।

তিনি আরও বলেন, সবকিছু স্বাভাবিক থাকলেও মানুষ এখনো আতঙ্কে আছে তাই আমাদের মজুরি টাকা উঠতেছে না ভাড়া কিভাবে দেবো মালিককে তাই টেনশনে আছে।

সিএনজিচালক আলী আহাম্মদ নয়াবাজার বিশ্বরোড এ বলে,সকাল থেকে বের হয়ে এখনো পর্যন্ত এমন কোনো ইনকাম হয় নাই। কিভাবে মালিকের ইনকামের টাকা দেবো আমি কিভাবে সংসার চালাবো এখন খুব অসহায়ত্ব হয়ে পড়ে গেছি। তিনি আরও বলেন সরকার থেকে আমাদের একটু সাহায্য সহযোগিতা করলেই আমরা কোন রকম চলতে পারি।