সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ:

টেকনাফে করোনা প্রতিরোধে লকডাউন কার্যকরে  পৌর শহরের বিভিন্ন সড়কে মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। এ সময়  ৩৯টি মামলায় ৩৯ জনকে মোট ১৩৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজ চৌধুরী। টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান, ইন্সপেক্টর ট্রাফিক ফারুক আল মামুন ভূঁইয়া, সিপিপির স্বেচ্ছাসেবকগণ, প্রিন্ট রেডিও ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, লকডাউন চলাকালীন সময় সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।

এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব জায়গায় ব্লিচিং পাউডার ছিটিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস থাকা পর্যন্ত প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় তাদের কর্মী দ্বারা ব্লিচিং পাউডার ছিটানো হবে বলে জানা যায়।