শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজারে লকডাউনের দ্বিতীয় দিনেও কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। তবে কড়াকাড়ি সত্ত্বেও মানুষ ও যান চলাচল ছিলো প্রথম দিনের চেয়ে বেশি। সকাল থেকে শহর জুড়ে বিচরণ করেছে রিক্সা, টমটম ও সিএনজি চালিত অটোরিক্সা। নিত্যপণ্য কেনাকাটা করতে শহরের কাঁচাবাজারগুলোতে মানুষের বেশ ভিড় ছিলো। একই সাথে নিম্ন আয়ের মানুষগুলোকে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
লকডাউন কার্যকর করতে মাঠে নামেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। জেলা পুলিশের বড় বহর নিয়ে তিনি শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি কার্যকর, লিফলেট বিতরণ ও মানুষকে সতর্ক করেন।  অন্যদিকে মাঠে ছিলো জেলা প্রশাসনের কয়েকটি টিম।
নিম্ন আয়ের লোকজন জানিয়েছেন, লকডাউনে তাদের জীবন থেকে থমকে যাচ্ছে। কাজ করতে না পারলে নেমে আসবে অভাব-অনটন। তাই তাদের প্রতি নজর দিতে সরকার প্রতি আহ্বান নিম্ন আয়ের মানুষগুলোর।
শহরের বিভিন্ন স্থান পরিদর্শনকালে পুলিশ সুপার জানিয়েছেন, লকডাউনে গণপরিবহণ নিয়ন্ত্রণসহ সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলাজুড়ে কাজ করছে পুলিশ।
লকডাউন বাস্তবায়নের জনসাধারণের প্রতি আহ্বান করেছে জেলা প্রশাসনও।
উল্লেখ্য, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।