সংবাদদাতা:

চকরিয়া উপজোর বদরখালীতে বিআইডব্লিউটিএ’র জায়গায় স্থায়ীভাবে দালান বাড়ী নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় গিয়াস উদ্দীন ও তার ছেলে রাকিবুল হাসান মিলে এই বাড়ি নির্মাণ করছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএ’র সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার বদরখালী বাজারের লাগোয়া বিআইডব্লিউটিএ’র জায়গায় রয়েছে ৩ তলা একটি ভবন ও একটি বড় পুকুর। পুকুরের পাড়ে রয়েছে ৬০ বছরের ফুল গাছ। ঐ পাড়ে থাকা ২ লাখ টাকা মূল্যের ৪টি গাছ কেটে তা বিক্রি করে নিজেরায় পকেস্থ করেছে। পরে ঐ সিন্ডিকেট সেখানে নির্মাণ করছে পাকা দালান বাড়ী। এ সংবাদটি জানা-জানি হলে একদল সাংবাদিক উক্ত স্থানে গেলে কর্মরত শ্রমিকরা কাজ বন্ধ করে পালিয়ে যান।

এসময় গিয়াস উদ্দীনের ছেলে রাকিবুল হাসান সাংবাদিকদের জানান, বিআইডব্লিউটিএ’ থেকে অনুমতিক্রমে নির্মাণ করা হচ্ছে।

অপরদিকে এলাকাবাসীরা জানান, উক্ত ভবনের পাশে ২টি কলোনী নির্মাণ করে ২০টি বাসাভাড়া দিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা আদায় করে নিজেরায় পকেটস্থ করে যাচ্ছে। এমনকি ঐ সিন্ডিকেট বছরের পর বছর এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।

বিআইডব্লিউটিএ’র চট্রগ্রাম অধিদপ্তরের হট লাইলে ফোন করা হলে এক কর্মকর্তা বলেন, এধরনের করার কোন ধরনের নিয়ম নেই। উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।