আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৩ হাজার ৭ শতাধিক জনসাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিগত লকডাউন পরিস্থিতির মত এবারও টেকনাফ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার সুপারি বাজার, থানার সামনে, কুলাল পাড়া জ্বীপ স্টেশন মোড়, টিএন্ডটি রোড,শাপলা চত্বর, হাইস্কুল মাঠের পাশের মোড়সহ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেন এবং জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রধান করেন পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সচিব মুহিউদ্দিন ফয়েজী,সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা,সহকারী উসমানুল কবির,উচ্চমান সহকারী মোরশেদুল আলম,সমাজসেবক মোঃ আলমগীর ও দিলীপসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

টেকনাফ পৌর মেয়র মোঃ ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরিধান নিশ্চিত করতে এই প্রচারণা চালানো হয়। স্বাস্থ্যাবিধি মেনে জনসাধারণকে মাস্ক পড়ানো হয়।