সিবিএন ডেস্কঃ
সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে দুই গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৪ জন।

শনিবার মাসালিট এবং আরব গোত্রের মধ্যে সংঘর্ষের সূচনা হয় বলে জানায় বিবিসি।

সংঘর্ষ রোববারও চলে এবং সোমবারে তা পুরো শহরে ছড়িয়ে পড়ে।
দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে জানায়, শহরের কিছু নাগরিকের বর্ণনায় এবং জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিন থেকে জানা গেছে, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

এর আগে গত জানুয়ারিতেও এমন এক সংঘর্ষে আল জেনিনাতেই ১২৯ জন মারা গেছেন।