এইচ এম রুহুল কাদের,চকরিয়া :
পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশপথ চকরিয়া উপজেলায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউন মাঠ পর্যায়ে কার্যকর করতে মাঠে নেমেছে উপজেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ছৈয়দ শামসুল তাবরিজ ও তানভির হোসেন ।

সরেজমিনে দেখা যায়, ৫ই এপ্রিল সকাল ৯টার দিকে কিছুটা দোকানপাট খোলার চেষ্টা করছিল ব্যবসায়ীরা,  জনসমাগম বৃদ্ধি পাচ্ছিল।
১০ টার দিকে চকরিয়া উপজেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ছৈয়দ শামসুল তাবরিজ ও তানভির হোসেন নেমে বেশকিছু প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়ার খবরে সব দোকান বন্ধ করে গা ঢাকা দেয় ব্যবসায়ীরা ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ শামসুল তাবরিজ গণমাধ্যমকে জানান, সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের লকডাউন বাস্তবায়ন করতে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থবিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় বেশকিছু প্রতিষ্ঠান কে ১৫৭০০ টাকা অর্থদন্ড দেয়া হয়,এ সময় তিনি সরকারি নির্দেশনা মতে লকডাউনবিধি মেনে চলতে ব্যবসায়ী,জনগণের প্রতি আহবান জানান । চকরিয়াতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসী, হাসপাতাল ছাড়া সব দোকান বন্ধ থাকবে এবং সন্ধ্যা ৬টার থেকে ভোর ৬টা পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান ।