ফারুক আহমদ, উখিয়া:
উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামে ৩ সন্তানের জননী আনোয়ারা বেগম(৩০) কে নির্মমভাবে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪এপ্রিল) উখিয়া থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ গ্রহন করেন।
নিহতের পিতা সামসুল আলম মানবন্ধনে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, শুক্রবার (২এপ্রিল) সকাল ৬টার দিকে তার মেয়ে আনোয়ারা বেগম(৩০) স্বামীর শোয়ার ঘরে ঘুমাচ্ছিলেন। এমন সময় পুর্ব পরিকল্পিভাবে স্বামী হোছন আহমদ ও তার আগের স্ত্রীর ছেলে মো: আলমগীর এবং রোজিনা আকতার (আলমগীরের স্ত্রী)কে নিয়ে ঘুম থেকে তুলে কথা আছে বলে বাহনা করে ঘরের পিছনে নিয়ে যায়। এসময় ছেলের হাতে থাকা ধারালো দা দিয়ে উপর্যপরি কুপ দিলে ঘটনাস্থলেই আনোয়ারা প্রাণ হারান। ঘটনার পরপরই হত্যাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আলমগীর সহ ৪জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা রুজু হয়।
থানায় রুজুকৃত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে পুলিশ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করে নিহতের পরিবার।