সোয়েব সাঈদ, রামু
দিনব্যাপী বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো ‘জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের মিলন মেলা ও আলোচনা সভা ২০২১। শনিবার (৩ এপ্রিল) সকালে রামুর জোয়ারিয়ানালা ম্যারিজ পার্ক কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, রামু উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবছার কামাল সিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য জসিমুল ইসলাম, ইয়ুথ ফর পিস এন্ড ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট বেলাল উদ্দিন জয়, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক, কক্সিয়ান এক্সপ্রেস এর কার্যকরী সদস্য মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ।
প্রধান অতিথির বক্তবে- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন- জোয়ারিয়ানালা একটি ইতিহাস সমৃদ্ধ জনপদ। নতুন প্রজন্মকে এ জনপদের ইতিহাস তুলে ধরে উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকে জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের কর্মকান্ড সর্বত্র প্রশংসিত হয়েছে। মানবতার কল্যাণে এ সংগঠনের সদস্যরা নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে-কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন- তরুন প্রজন্ম চাইলে একটি জনপদকে আলোকিত করতে পারে। এজন্য সবচেয়ে বেশী প্রয়োজন এলাকায় সুশিক্ষা নিশ্চিত করা। জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম সৃজনশীল কর্মকান্ডের পাশাপাশি তরুন প্রজন্মকে নেতৃত্বশীল করে গড়ে তুলছে। জোয়ারিয়ানালা ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে এ এলাকার খ্যাতি ছড়িয়ে দিতে এ সংগঠনকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন-জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিম প্রতিষ্ঠার স্বল্প সময়ে বৃক্ষরোপন কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, বেওয়ারিশ মৃতদেহ দাফনে সহায়তা, প্রতিবন্ধী-এতিম-বিধবা-অসহায় শিশুদের চিকিৎসা সহায়তা, বাল্য বিয়ে রোধ, করোনা রোধে মাস্ক বিতরণ, পরিস্কার পরিচ্ছনতা অভিযান, মাদক বিরোধী র‌্যালী সহ নানা জনকল্যাণমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এসব কাজের মাধ্যমে এ সংগঠটি আদর্শ সংগঠন হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। দেশ ও জন্যকল্যাণে এ সংগঠনের সদস্যদের এভাবে নিবেদিতপ্রাণ হয়ে ভবিষ্যতেও কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৪জন ব্যক্তিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরা হলেন-শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন কাজল, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের এডমিন তৌহিদুল ইসলাম বারেক। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-এডমিন মকছুদুর রহমান।