আবুল কালাম,চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনাভাইরাস সংক্রামণের মধ্যে অতিরিক্ত লোকসমাগম করে বিয়ের আয়োজন করায় ৫ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার আপন কমিউনিটি সেন্টার, হাবীব কমপ্লেক্স, রেডিসন কমিউনিটি সেন্টার, চৌধুরী কমিউনিটি সেন্টার ও মাস্টার কমিউনিটি সেন্টারে এই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী। এসময় করোনা সচেতনতায় রোয়জারহাটসহ বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জানতে চাইলে ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরী জানান, করোনাভাইরাস সংক্রামণ বৃদ্ধিতে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা থাকলেও নির্দেশনা অমান্য করে ৫টি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তাই এসব কমিউনিটি সেন্টারকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে এসব জায়গায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আর কোন সামাজিক অনুষ্ঠান না করার জন্য মুচলেকা নেয়া হয়। তিনি আরও জানান- ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আবুল কালাম