মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লীর বাসিন্দা, বিশিষ্ট সার্ভেয়ার কামরুল ইসলাম (৫৭) আর নেই। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভোগার পর শুক্রবার ২ এপ্রিল বেলা ৩ টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি –রাজেউন)।

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর আদি বাসিন্দা সার্ভেয়ার কামরুল ইসলাম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নেন। ভারত থেকে তিনি চট্টগ্রাম এসে সেখানে চিকিৎসা চালিয়ে যান। চট্টগ্রাম থেকে শুক্রবার ২ এপ্রিল সকালে কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী নিজ বাসভবনে এসে ৬ ঘন্টা পর তিনি মারা যান। একজন বিশিষ্ট ভূমি জরিপকারক (সার্ভেয়ার) হিসাবে মরহুম কামরুল ইসলামের বেশ সুখ্যাতি ছিলো।

তার মৃতদেহ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ভারুয়াখালীতেই সার্ভেয়ার কামরুল ইসলামের নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। সার্ভেয়ার কামরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান।