মুহিববুল্লাহ মুহিব:

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা শিবির সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক।

শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় সাত-আটটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

নিহতরা হলেন, কুতুপালং ১০ নং ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আরমান উল্লাহ (২০), মো. মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম ও আমান উল্লার ছেলে মোহাম্মদ আয়াস। নিহতরা সবায় কুতুপালংয়ের স্থানীয় ছৈয়দুল মোস্তফার দোকানের কর্মচারী।

কুতুপালংয়ের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সুত্রপাত হয়। তখন অনেক দোকানে কর্মচারীরা ঘুমন্ত ছিল। ভয়াবহ আগুন হওয়ায় এ তিনজন বের হতে পারেনি। ঘুমন্ত অবস্থায় পুড়ে তারা মারা গেছে।

উখিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক বলেন, কয়েক ঘন্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে আগুনের সুত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পাশ্ববর্তী ফিল্ড হসপিটালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।