আবুল কালাম,চট্টগ্রাম :

রেলে ৮৬৩ জন খালাসি নিয়োগে ব্যাপক দুর্নীতির দায়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে তারা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যাবস্থাপক (জিএম) ফারুক আহমেদ, মহাব্যাবস্থাপক (প্রকল্প) মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক জোবেদা আক্তার, টিএসও রফিকুল ইসলাম, জিএম’র গাড়িচালক হারাদন দত্ত, শাহাজাহানপুর রেলওয়ে স্কুলের সাবেক অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, স্কুলের অফিস সহকারী আক্তার হোসেন, খালাসি আবুল বাশার খান, প্রধান সহকারী (সিপিও) খোন্দকার সাইফুল ইসলাম মামুন, টিকেট প্রিন্টিং স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ, রেলের ঠিকাদার আমিরুজ্জামান আশীষ ও পারভিন আক্তার।