সিবিএন ডেস্ক : অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযানে ভেঙ্গে দেয়া হলো ৫টি স্থাপনা । ১ এপ্রিল  কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা আনসারের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় খুরুশকুল রাস্তার মাথায় সুজা আলম ভবন নির্মাণের অনুমোদন নিলেও ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেয়া হয়। পশ্চিম বাহারছড়ায় আবুল হোসেন গং অননুমোদিতভাবে ভবন নির্মাণ করায় নির্মাণাধীন এক তলা ভবন, পানবাজার সড়কে হাবিবুর রহমান অননুমোদিতভাবে ভবন নির্মাণ করায় নির্মাণাধীন এক তলা বিশিষ্ট ২টি ভবনই ভেঙ্গে দেয়া হয়। এছাড়া লাইট হাউজ এলাকায় সরকারি জমিতে অননুমোদিতভাবে আলী জোহার তিন তলা ভবন এবং মো: হোসাইন দুই তলা বিশিষ্ট ভবন নির্মাণ করায় ভবন দুটি ভেঙ্গে দেয়া হয়। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ্ড অফিসার, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।