সোয়েব সাঈদ, রামু
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকায় বিশাল এলাকা জুড়ে চলছে পাহাড় নিধন। এলাকার একটি প্রভাবশালী মহল পাহাড় কেটে একদিকে বিক্রি করছে মাটি অন্যদিকে প্লট তৈরি করে চলছে জমি বিক্রি। পাহাড় নিধনের খবর পেয়ে বুধবার (৩১ মার্চ) দুপুরে ওই এলাকায় অভিযান চালান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এসময়ই পাহাড় কাটায় জড়িত শ্রমিকরা পালিয়ে গেলেও আটক হন পাহাড় কাটায় অভিযুক্ত মাহমুদুল হক। তিনি ওই এলাকার মৃত দলিলুর রহমান এর ছেলে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আটক মাহমুদুল হককে ৫ মাসের কারাদন্ড প্রদান করেন।
পাহাড় নিধনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন- উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রামু থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।