এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদরের জালালাবাদ স্বাস্থ্য কেন্দ্রে এবার করোনা টিকা পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এই নিয়ে আশার আলো দেখা দেয় সচেতন মহলের মাঝে।

২৪ মার্চ টিকা কেন্দ্র স্থাপনের দাবীতে রিপোর্ট প্রকাশের পর জালালাবাদ স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান করার কথা জানালেন স্বাস্থ্য সহকারী এনামুল হক। তাঁর সাথে কথা হলে তিনি-ঈদগাঁও থানার অধিবাসী ৪০ বছরের বেশি বয়সী জন গোষ্ঠিকে আগামী ১লা এপ্রিল (কোভিড’১৯) ভ্যাকসিন দেওয়া হবেও জানায়।

দেশব্যাপী চলছেই করোনা প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচী। কক্সবাজারে এই টিকা নিতে বৃহত্তর ঈদগাঁওর মানুষকে যেতে হয় ৩৩ কিলো মিটার দুরের কক্সবাজার সদর হাসপাতালে। এতে যাতায়াতসহ নানান ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃহত্তর এলাকার ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষের সুবিধার্থে ঈদগাঁওতে করোনা টিকা কেন্দ্র স্থাপনের দাবী উঠেছিল।