মোঃ নেজাম উদ্দিন:
শেষ হলো কক্সবাজার বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসনের দুইদিনের উন্নয়ন মেলা।

শনিবার মেলার প্রথম দিনে দর্শনার্থীদের ভীড় না থাকলেও রবিবার শেষদিনে জমে উঠে। বাড়ে দর্শনার্থীর সংখ্যা।

বাংলাদেশের এক অনন্য অর্জনে সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে কক্সবাজারে এই মেলার আয়োজন করা হয়।গত রবিবার শেষের দিন উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত ও চলমান মেগা প্রকল্প সমূহের বিবরণ ও অবস্থান জনগণের মাঝে তুলে ধরা হয়।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০টি স্টল বসে ।

তবে বাংলাদেশ বেতারের ৪৭ নাম্বার একটি স্টলে সাইনবোর্ড দেখা গেলেও দায়িত্বশীল কাউকে দেখা যায়নি।

রবিবার (২৮মার্চ) সন্ধ্যার দিকে প্রতিবেদক উন্নয়ন মেলায় গেলে প্রায় সব স্টলে মানুষের ভীড় লক্ষ করা যায়।

বন বিভাগ কক্সবাজার স্টলস্থলসহ অন্যান্য স্টলে গেলে দেখা যায় সাধারণ মানুষের ভিড়।

কক্সবাজার (উত্তর) বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী আগত দর্শনার্থীদের সামাজিক বনায়ন, বন ও বন্যপ্রানী সংরক্ষনে বিশেষ লিফলেট বিতরণ করতে দেখা যায়।

২ দিনব্যাপী অনুষ্ঠিতব্য মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সরকারের সব ডিপার্টমেন্ট স্ব স্ব উদ্যোগে নিজেদের সম্পাদিত উন্নয়নমূলক কাজগুলো প্রচার করেছে বলে জানা গেছে। এবং মেলায় আগতদের সংশ্লিষ্ট সেবা দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসন ।