ঢাকা সংবাদদাতা:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের সঙ্গে পুলিশের সংর্ঘষের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু ডান চোখে ইটের আঘাত পেয়ে আহত হয়।

সংর্ঘষের সময়ে আন্দোলনকারিদের ছোড়া ইটের আঘাতে ডান চোখ ক্ষতিগ্রস্ত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎস্যা গ্রহন করেন। প্রাথমিক চিকিৎস্যা নিয়ে সুস্থ হওয়া আশা করলেও বর্তমানে ক্ষতিগ্রস্ত ডান চোখে রক্ত জমাট বেঁধে আরো অবনতি হচ্ছে।

এর পূর্বে আরো দুইবার (২২ ফেব্রুয়ারি, ২০১৩ইং ও ৫ই মে সমমনা ৮ ইসলামি দলের আন্দোলন, ২০১৪ইং হেফাজতের আন্দোলন তারিখে) রাজধানীর পুরানা পল্টন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবু।

ফোজিত শেখ বাবু বলেন, ইসলামিক দলগুলো সর্বদাই দেশের গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের শিকার হয়। আমার ছোট বোন ফটো সাংবাদিক প্রয়াত রেহানা আক্তার ইসলামিক দলগুলোর হামলার শিকার হয়েছিলো।