চট্টগ্রাম প্রতিনিধি:

হরতালের সমর্থনে চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে।

রবিবার সকালে ডাকবাংলো মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এদিকে পটিয়া পৌর সদরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পটিয়া মাদ্রাসা ও জিরি মাদ্রাসা এলাকায়।

ডাকবাংলো মোড় এলাকায় দায়িত্বে নিয়োজিত থাকা পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ বলেন, যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে পটিয়া মাদ্রাসা থেকে মিছিল নিয়ে হেফাজতের নেতাকর্মীরা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও সমাবেশ করে।

শুক্রবার দুপুরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পটিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করে এবং থানার প্রধান গেটে হামলা চালিয়ে ভাঙচুর করেন।