প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়া উপজেলার অন্তর্গত ১নং জালিয়াপালং ইউনিয়নের অন্যতম সমাজকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ছেপটখালী তরুণ ছাত্র সংঘ” এর উদ্যোগে আবর্জনা পাত্র ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি ও ছেপটখালী কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে, “আসুন সবাই মিলে ধরিত্রীকে, ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে গড়ে তুলি” স্লোগানকে ধারণ করে আজকের বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে৷ এসময় উক্ত সংগঠনের সদস্যবৃন্দ ছেপটখালীর বিভিন্ন কবরস্থানসহ কয়েকটি মার্কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়, এলাকাবাসীর ভাষ্যমতে যা ছিল ছেপটখালীতে চমকপ্রদ অনুকরণীয় স্বেচ্ছাসেবী কর্মসূচি৷

এসময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুহাম্মদ নুরুল কবির সাহেব, সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা হোসাইন আহমদ সাহেব, সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ্ব ডাঃ আবুল বশর ও ছেপটখালী মদিনাতুল উলুম দাখিল মাদরাসার সম্মানিত সুপার মাওলানা নুরুল ইসলামসহ প্রমুখ, এবং তাঁরা দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে৷

উক্ত সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, নতুন নতুন স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাই তারুণ্যের কাজ৷ তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আজকের কর্মসূচি সফল হয়েছে৷
এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ বলেন, ছাত্রসমাজ মানেই অনবদ্য_ছাত্রসমাজ মানেই সভ্য সমাজের ধারক ও বাহক৷ তাই সমাজের প্রত্যেকটি উত্তম কাজে সকলকে এগিয়ে আসা উচিত৷