মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ফের ৯ হাজার ৭ শত ৮৫ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। তার নাম নুরুল আলম প্রকাশ নুরু (৩৫)। সে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তার কাটা ব্যাঙডেপা গ্রামের মৃত বাদশা মিয়া প্রকাশ রাসেদ মিয়ার ছেলে। শুক্রবার (২৬ মার্চ) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনস্থ ফুলতলী বিওপি’র বিশেষ টিম সীমান্তের লম্বা শিয়া নামক স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে ক্যাপ্টেন খালেদ মাহমুদের নেতৃত্বে বিজিবি জোয়ানরা এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন। এসময় তার সাথে থাকা ঐ এলাকার আরো দুই ইয়াবা কারবারী আলী মদনের ছেলে শাহ আলম ও মৃত এমদাত মিয়ার ছেলে প্রকাশ বান্ডায়া পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এছাড়াও তারা আরো জানান ডাক্তার কাটা গ্রামের আবুল হাশেমের ছেলে বেলাল উদ্দীন, মহলজ্জামানের ছেলে নুরুল আলমসহ ৭ সদস্যের একটি শক্তিশালী সেন্ডিকেট বিশাল একটি মরণ নেশা ইয়াবার চালান পাচারের জন্য সীমান্ত দিয়ে আনার সময় মাত্র ৯৭৮৫ পিচ ইয়াবাসহ বিজিবি নুরু কে আটক করলে বাকি আরো ৬ সদস্য গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তবে বিজিবি’র এ অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানান।
বিজিবি সূত্রে জানা যায় আটক ইয়াবা ট্যাবলেট গুলো সীমান্তের চোরাই পথ দিয়ে আসছিলো। খবর পেয়ে বিজিবি ইয়াবাসহ তাকে হাতে নাতে ধৃত করে। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৯লক্ষ ৩৫ হাজার ৫ শত টাকা। শুক্রবার বিকালে আসামীসহ ইয়াবা গুলো রামু থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়। ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।