সিবিএন ডেস্ক:
গ্রীন লাইন পরিবহণ ও গ্রীন লাইন ওয়াটারওয়েজের স্বত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১১টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওদিয়ার কবরস্থানে তাঁকে আজ বাদ জোহর দাফন করা হয়েছে। এনটিভি অনলাইনকে শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গ্রীন লাইন পরিবহণ ও গ্রীন লাইন ওয়াটারওয়েজের জেনারেল ম্যানেজার (জিএম) ও মোহাম্মদ আলাউদ্দিনের শ্যালক মোহাম্মদ আব্দুস ছাত্তার।

জানা গেছে, গেল রোববার মোহাম্মদ আলাউদ্দিনের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

১৯৯০ সালে মোহাম্মদ আলাউদ্দিন গ্রীন লাইন পরিবহণ সংস্থা প্রতিষ্ঠা করেন। গ্রীন লাইন পরিবহণই বাংলাদেশের সড়কপথে সর্বপ্রথম এসি বাস পরিষেবা চালু করে। এরপর গ্রীন লাইন ২০১৪ সাল থেকে গ্রীন লাইন ওয়াটারওয়েজ নামে টেকনাফ-সেন্টমার্টিন জলপথে এমভি গ্রীন লাইন-১ নামে লঞ্চ চালু করে।