সিবিএন ডেস্ক:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাচিন্তক ও ভাষা গবেষক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী।

চতুর্দশ বিসিএস-এর এই কর্মকর্তা কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি একজন ফুলব্রাইট ফেলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা থেকে ইএলটি, হর্নবি স্কুল অব ইংল্যান্ড থেকে শিক্ষা ব্যবস্থাপনা এবং ভারত থেকে TESOL এর উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, নরসিংদী সরকারি কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, বাংলাদেশ মিলিটারী একাডেমিতে বিভিন্ন পদে চাকুরী করেছেন। প্রফেসর আরিফ ইলাহী একাধারে প্রশিক্ষক, কবি, অনুবাদক, প্রাবন্ধিক, গল্পকার, ফোকলোর সংগ্রাহক ও তথ্যচিত্র নির্মাতা। তাঁর অনুবাদে বঙ্গবন্ধুকে নিবেদিত কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী প্রমূখের কবিতা বিভিন্ন ইংরেজি পত্রিকায় ছাপানো হয়েছে। তিনি BELTA কক্সবাজার চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা। তাঁর পৈত্রিক নিবাস কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং গ্রামে।