ইমাম খাইর, সিবিএন:
উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইতোমধ্যে অসংখ্য ঘর পুড়ে গেছে। রিপোর্ট লিখাকালে আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সোমবার (২২ মার্চ) বিকাল সোয়া চারটার দিকে ঘটনাটি ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের সুত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায় নি।
ক্যাম্পের আগুনে পার্শ্ববর্তী গ্রামে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উখিয়া, রামু ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা। তবে, আগুনের সুত্রপাতের সঠিক কারণ জানাতে পারেন নি তিনি।