মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
কক্সবাজার সদর উপজেলা ইসলামাবাদ খোদাইবাড়ী থেকে নিখোঁজ ছাত্র নিশান (১২)কে চার দিন পর উদ্ধার হয়েছে।
রবিবার (২১ মার্চ) বিকালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধারের পর পিতা আবুতাহের মুন্নাসহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
গত ১৭ মার্চ সদরের ইসলামাবাদ খোদাইবাড়ীর নিজবাড়ি থেকে খেলার উদ্দেশ্য বাহির হয়ে আর ফিরেনি নিশান। আত্মীয়স্বজনের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে ঈদগাঁও থানাতে একটি জিডি করেন পিতা।
জিডির সূত্রে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম এর নির্দেশে এস আই মোঃ কামাল হোসেন এর প্রচেষ্টায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে বীচ পুলিশ এর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
পিতা আবুতাহের মুন্না জানান, আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম। আমার ছেলে পেয়ে ঈদগাঁও থানা পুলিশকে ধন্যবাদ জানায়।
ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম বলেন,শিশু ছাত্র নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে এস আই কামাল হোসেন প্রচেষ্টায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শিশুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।