সংবাদ বিজ্ঞপ্তি:
রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মার্চ) রাত ৮ টায় ইউনিয়নের বালিকা মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা যুবলীগের সভাপতি, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন মাদকের সাথে জড়িত কোন ব্যক্তির স্থান যুবলীগে হবে না।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, প্রচার সম্পাদক নবীউল হক আরকান।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিমুল আলম নিউটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা মো. মাইমুনুল হক, সালাহ উদ্দিন, আব্দুল মালেক, ছৈয়দ নুর মেম্বার, মোস্তাক আহমদ খুকু, মো. নুরুজ্জামান, সিরাজুল ইসলাম, নাছির, মো ফরিদ, শফিউল আলম, রাশেদ সরওয়ার প্রমুখ।
সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রস্তুতি সভা করে ইউনিয়নের সম্মেলন করার সিদ্ধান্ত হয়।
রামুর রাজারকুলে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
