এম.জুবাইদ,পেকুয়াঃ
নিজে মাস্ক পড়ি, অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করি। মুখে মাস্ক পড়ি, করোনা ভাইরাস প্রতিরোধ করি। এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় মাস্ক পরিধান না করায় ৪৩ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২১ মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা উপজেলার সদর চৌমুহনী চত্বর ও বারবাকিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মাস্ক পরিধান না করায় জনপ্রতি ১ শত টাকা করে ৪৩ জনকে অর্থদন্ড দিয়েছে। এতে উপস্থিত বিভিন্ন পেশাজীবিদের কে বিনামূল্যে মাস্ক বিতরণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা বলেন কোভিড ১৯ মোকাবেলা করতে আমাদেরকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হয়। মুখে মাস্ক পড়ি করোনা ভাইরাস প্রতিরোধ করতে সহায়তা করি। প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে।