সংবাদদাতা: কক্সবাজার শহরের শাহ আমানত জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সৃষ্ট দ্বদ্বের অবসান হয়েছে। দু’পক্ষ বসে সমঝোতার ভিত্তিতে এই অদ্ভূত ঘটনার সমাধান করা হয়েছে। এতে দু’পক্ষের মধ্যে আর কোনো অভিযোগ নেই ক্রেতা এম বাবুল হাসান চৌধুরী ও বিক্রেতা শাহ আমানত জুয়েলার্সের মালিক শিবু ধর নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, স্বর্ণ ক্রয়ে মান নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে তথ্য যাচাই করে সঠিক পন্থায় উভয় পক্ষ সমঝোতা বৈঠক করেন। বৈঠকে ক্রেতা এম বাবুল হাসান চৌধুরীকে জুয়েলার্সের পক্ষ থেকে সঠিক মানের স্বর্ণ বুঝে বুঝিয়ে দেয়া হয়। সঠিক মানের স্বর্ণ বুঝে পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

তিনি জানান, বৈঠকের মাধ্যমে আমাদের সমঝোতা হয় এবং আমি সঠিক মানের স্বর্ণ বুঝে পেয়েছি।